নিউজ ডেস্ক: নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল এক চালককে। জানা যাচ্ছে, রায়পুরে দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করা হয়েছে। শনিবার পুলিশ অভিযুক্ত চালক ঘনশ্যাম কেভাতকে রায়পুর থেকে গ্রেফতার করেছে এবং নাবালিকাকেও উদ্ধার করেছে।
এক পুলিশ আধিকারিক জানান, অভিযুক্ত চালক স্কুলে বিভিন্ন কাজে আসতো। সেখানেই নির্যাতিতার সঙ্গে তার পরিচয় হয়। এরপর তিনি নির্যাতিতাকে প্ররোচিত করে রায়পুরে অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণ করে। তদন্ত শুরু করেছে পুলিশ।