নিউজ ডেস্ক: তৃণমূলের একটি অনুষ্ঠানে মঞ্চে জাতীয় সংগীতের অবমাননা হয়েছে বলে দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রতিবাদ জানাতে থানায় অভিযোগ দায়েরের আর্জি জানিয়েছেন শুভেন্দুবাবু।
ওই অনুষ্ঠানের দুটি ভিডিও ক্লিপিং যুক্ত করে শনিবার শুভেন্দুবাবু এক্সবার্তায় লিখেছেন, “আমি সকল জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী জনগণকে আবেদন জানাচ্ছি আমাদের জাতীয় সংগীতের এমন অবমাননার বিরুদ্ধে আপনারা রাজ্য জুড়ে বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করুন। বিশেষত মালদহ জেলার সংশ্লিষ্ট থানায় অবশ্যই অভিযোগ দায়ের করবেন। মমতা পুলিশের চটি চাটা আধিকারিকরা হয়তো এফআইআর দায়ের করতে মানা করতে পারে, তাই ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এর নতুন বিধান অনুযায়ী আপনারা সংশ্লিষ্ট থানায় ই মেইল পাঠিয়ে অভিযোগ দায়ের করুন, স্বয়ংক্রিয়ভাবেই তা গন্য হবে।
মমতা পুলিশের থেকে আশা করা যায় যে তারা কোনো পদক্ষেপ করবে না, সে ক্ষেত্রে আপনারা উচ্চ আদালতে যাওয়ার উদ্যোগ গ্রহন করবেন, আমি সমস্ত আইনি সাহায্য প্রদান করতে প্রস্তুত। আপনাদের দায়ের করা অভিযোগ সংক্রান্ত বিশদ বিবরণ ও তথ্য আমাকে ই মেইল এ পাঠাবেন।”
শুভেন্দুবাবু যে দুটি ভিডিও ক্লিপিং যুক্ত করেছেন, তার একটি মানব গুহর ইউটিউব। তাতে মানব লিখেছেন, “জাতীয় সঙ্গীতের ভয়ঙ্কর অবমাননা শুরু হল তৃণমূল শাসিত এই বাংলায়। মালদায় তৃণমূল নেতার শিক্ষা প্রতিষ্ঠানের এক অনুষ্ঠানে আমার দেশের জাতীয় সঙ্গীতের এই ভাবে অবমাননা করা হল ঢাকঢোল পিটিয়ে। নাহ্, এই নিয়ে কোন প্রতিবাদ নেই। মালদায় প্রশাসন চুপ। পিসির পুলিশ এখনও কিছুই দেখতে পায়নি। জনতাও তালি দিচ্ছে, বাহ্ রে বাহ্… বাজাও তালি….।”