নিউজ ডেস্ক: আর মাত্র দুই মাস, শুরু হতে চলেছে আইপিএল ২০২৫ (IPL 2025)। রবিবারই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পরবর্তী সংস্করণ শুরুর দিন জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলের ২০২৫ সংস্করণের উদ্বোধনী ম্যাচ হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। আইপিএল ফাইনালও হবে ইডেনেই (Eden Gardens)। আইপিএল শুরু ২১ মার্চ। ফাইনাল হতে চলেছে ২৫ মে।
বোর্ডের বৈঠকে আইপিএলের (IPL 2025) সূচি প্রাথমিকভাবে ঠিক হয়েছে। জানা গিয়েছে, পরের আইপিএল শুরু হচ্ছে ২১ মার্চ, শুক্রবার। উদ্বোধনী ম্যাচ হবে ইডেন গার্ডেন্সে। বাড়তি ম্যাচ বলতে, প্লে অফ পর্বে ২৩ মে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি হবে ইডেনে (Eden Gardens)। সেই সঙ্গে প্রথা মেনে ফাইনালও হবে ইডেনেই। কেকেআর গতবার ট্রফি জিতেছিল বলেই উদ্বোধন ও ফাইনাল হবে নাইটদের ডেরায়। এদিন উইমেন্স প্রিমিয়ার লিগেরও দিন ঘোষণা করে বোর্ড। ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে যাচ্ছে উইমেন্স প্রিমিয়ার লিগের পরবর্তী সংস্করণ। ফাইনাল ২ মার্চ। চলতি মাসের শেষেই আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশের সম্ভাবনা রয়েছে। চূড়ান্ত সূচি ঘোষিত হলেই শীতের শেষে কলকাতা কাঁপবে ক্রিকেট জ্বরে।