নিউজ ডেস্ক: শনিবার বিকেলে শিয়ালদহ স্টেশনের ঠিক বাইরে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। স্টেশনের বাইরে একটি খাবারের দোকান থেকে ছড়িয়ে পড়ে আগুন।
শিয়ালদহ দক্ষিণ শাখার দিকে থাকা বাইরের ফুড কোর্টের দোকানে এদিন আগুন লাগে। এত জনবহুল এলাকায় আগুনের খবরে স্বভাবতই তুমুল আতঙ্ক ছড়ায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় দমকলে। তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। দোকান থেকে বেঁচে যাওয়া খাবারের সামগ্রী বের করে আনা হয়। তবে আতঙ্কের পরিবেশ থেকে যায় স্টেশন সংলগ্ন এলাকায়।
অগ্নিকাণ্ডের জেরে ওই এলাকায় যানজট তৈরি হয়। বিকেলের ব্যস্ত সময় তা সামলাতে কিছুটা চাপে পড়ে ট্রাফিক পুলিশ। ওই রাস্তা দিয়ে সমস্ত যানবাহনের রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে।