নিউজ ডেস্ক: শিল্পাঞ্চল দুর্গাপুরের বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিবেশবান্ধব বাস চালানোর উদ্যোগ নিয়েছে দক্ষিণবঙ্গ রাজ্য পরিবহন সংস্থা (এসবিএসটিসি)। শনিবার সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল জানান, প্রথম পর্যায়ে দুর্গাপুর-আসানসোল রুটে ১৫টি সিএনজি বাস ও ২টি ইলেকট্রিক বাস চালু করা হবে। বাস চার্জিংয়ের জন্য দুর্গাপুরে পরিকাঠামো তৈরির কাজ চলছে।
এসবিএসটিসি সূত্রে জানা গেছে, সংস্থার ৭০০ বাসের মধ্যে ইতিমধ্যেই ৬০টি পরিবেশবান্ধব বাস চালু হয়েছে। খুব শীঘ্রই আরও ৫০টি বাস যুক্ত হবে। পরিবেশবান্ধব এই বাসগুলো শহরের দূষণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পরিবেশ রক্ষায় সিএনজি ও বৈদ্যুতিক বাস পরিষেবা চালু করা হচ্ছে। দুর্গাপুরের বাসিন্দাদের সুবিধার জন্য আমরা দ্রুত এই পরিষেবা শুরু করব।”
এই বাস পরিষেবা চালু হলে দুর্গাপুরের বাতাসের গুণগতমান উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, গত নভেম্বরের রিপোর্ট অনুযায়ী, দুর্গাপুরের এয়ার কোয়ালিটি ইনডেক্স ৩৩০ ছাড়িয়েছিল, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। পানাগড় বাজারের এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৪৫৩। শহরের বিভিন্ন কারখানা এবং যানবাহন থেকে নির্গত ধোঁয়া এই দূষণের মূল কারণ বলে জানা গেছে।