নিউজ ডেস্ক: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির পারদ আবারও ঊর্ধ্বমুখী। গতকাল এক ধাক্কায় কলকাতার তাপমাত্রা বেড়ে গিয়েছিল দুই ডিগ্রি। তবে, সোমবার ১৪ ডিগ্রির ঘরেই রয়েছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। আগামী দু’দিনে তাপমাত্রা আরও খানিকটা বৃদ্ধি পেতে পারে। মূলত পশ্চিমি ঝঞ্ঝার কারণেই রাজ্যে প্রবেশে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া।
যে কারণে পৌষ সংক্রান্তিতেও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। তবে, হালকা ঠান্ডা থাকবে বলে আশা করা হচ্ছে। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি। কনকনে ঠান্ডা অনুভূত না হলেও, এদিন সকালে গ্রাম বাংলায় হালকা শীতের পরশ ছিল।