নিউজ ডেস্ক: পূর্ব বর্ধমানের কালনায় পিঠে-পুলি উৎসব ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। রবিবার রাতে সঙ্গীতশিল্পী জোজো, পলক এবং পলাশ মুচ্ছলের গানের একটি অনুষ্ঠান ছিল। সেখানেই বিশৃঙ্খলার তৈরি হয়। অভিযোগ, কালনা পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন হিমঘর মাঠে ভিড়ের জন্য বহু দর্শক মূল অনুষ্ঠানের মাঠে প্রবেশ করতে পারেননি। এরপরই সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জও করে বলে অভিযোগ। হুড়োহুড়িতে আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে ৬ জনকে কালনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন।
গত কয়েক বছর ধরে কালনার এই উৎসব ঘিরে মানুষের মধ্যে উন্মাদনা রয়েছে। ৭ জানুয়ারি থেকে চলা এই উৎসবের রবিবার ছিল শেষ দিন। উৎসবের আহ্বায়ক তথা কালনার বিধায়ক রাতে আহতদের দেখতে কালনা হাসপাতালে যান। কথা বলেন অসুস্থদের সঙ্গে। তিনি বলেন, “মাঠের মধ্যে কিছু ঘটেনি। এতটাই ভিড় হয়েছিল যে মাঠে প্রবেশ করতে না পেরে মাঠের বাইরেই অনেক দর্শক ছিলেন। তবে এরকম ঘটনা কাম্য ছিল না। আহতদের পাশে আছি।”