নিউজ ডেস্ক: সোনারপুর থেকে গ্রেফতার পাঁচ বাংলাদেশি। ধৃতদের সোমবার পেশ করা হবে বারুইপুর আদালতে। গোপন সূত্রে খবর পেয়ে সোনারপুর থানার পুলিশ বৈকুন্ঠপুর এলাকা থেকে রবিবার রাতে তাঁদের গ্রেফতার করে। কিভাবে ও কি কারণে তাঁরা এখানে এসেছিল তা খতিয়ে দেখছে পুলিশ।
এক বছরেরও বেশি সময় ধরে সোনারপুরের বৈকুন্ঠপুর এলাকায় একটি বাড়িতে ভাড়া নিয়ে বসবাস করছিল ৫ জন বাংলাদেশি। প্রত্যেকেই পুরুষ। তারা একটি গারমেন্টস কোম্পানিতে শ্রমিকের কাজ করত। পুলিশ সূত্রে খবর, বেআইনিভাবে তারা ভারতে আসে। সোনারপুরের বৈকুন্ঠপুরে বাড়ি ভাড়া নিয়ে তারা থাকা শুরু করেছিল। এলাকার বাসিন্দাদের সঙ্গে সেভাবে মেলামেশা করত না। ফলে তাদের সম্পর্কে প্রতিবেশিরা কেউই খুব একটা কিছু জানেন না। তবে যে বাড়িতে থাকত সেই বাড়ির মালিক পলাতক। তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।