নিউজ ডেস্ক: ইন্ডি জোটকে শক্তিশালী হতে হবে। কংগ্রেস-সহ সমস্ত বিরোধী দলের কাছে এই আহ্বান জানালেন উদ্ধব ঠাকরে শিবিরের শিবসেনা নেতা সঞ্জয় রাউত। সোমবার মুম্বইয়ে এক সাংবাদিক সম্মেলনে সঞ্জয় রাউত বলেছেন, “ইন্ডি জোট শক্তিশালী হওয়া উচিত। ওমর আবদুল্লাহ যা বলেছেন, তা আমি বিশ্বাস করি না, যে ইন্ডি জোট লোকসভার জন্য গঠিত হয়েছিল।”
সঞ্জয় রাউত আরও বলেছেন, “এই জোটটি অবশ্যই লোকসভার জন্য গঠিত হয়েছিল এবং আমরা ভাল লড়াই করেছি, তবে এর পরে, ইন্ডি জোটের কোনও বৈঠক অনুষ্ঠিত হয়নি, যা দুর্ভাগ্যজনক। এই দায়িত্ব কংগ্রেসের, কারণ কংগ্রেস জোটে বড় ভাইয়ের ভূমিকায় রয়েছে। আগামী দিনে, যদি ইন্ডি জোটকে বাঁচাতে অথবা শক্তিশালী করতে হয়, তাহলে সবার আগে সংলাপ প্রয়োজন।”