নিউজ ডেস্ক: প্রয়াত নামকরা গিটারিস্ট চন্দ্রমৌলি বিশ্বাস। নিজের বাড়িতেই আত্মঘাতী হয়েছেন তিনি। রবিবার ওয়েলিন্টনের বাড়ি থেকে উদ্ধার হয়েছে তাঁর নিথর দেহ। ঘটনায় শোকের ছায়া শিল্পী মহলে। এ দিকে, এই ঘটনা প্রকাশ্যে আসতেই ঘটনাস্থলে পৌঁছেছে তালতলা থানার পুলিশ। দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। ফসিলস, গোলক, জম্বি কেইজ কন্ট্রোলের মতো নামকরা ব্যান্ডের সদস্য ছিলেন চন্দ্রমৌলি। স্থানীয় সূত্রে খবর, যে সময় ঘটনাটি ঘটেছে, সেই সময় বাড়িতে ছিলেন না তাঁর বাবা-মা। বাড়ি ছিল ফাঁকা। তখনই আত্মঘাতী হয়েছেন বলেই অনুমান করছেন সকলে। প্রয়াত গিটারিস্টের এক বন্ধু মহুল চক্রবর্তী জানিয়েছেন, সকাল থেকে একাধিকবার ফোন করলেও চন্দ্রমৌলি ধরেননি। তখনই সন্দেহ হয় তাঁর। মহুল বলেন, “ওকে এতবার ফোন করার পরও যখন তোলেনি, সেই সময়ই সন্দেহ হয়েছিল আমার। এরপর আমি আমাদের গ্রুপেরই আরও এক বন্ধুকে ফোন করি। তারপর ওর বাড়ি চলে আসি। তখনই ওকে মৃত অবস্থায় দেখতে পাই।”