নিউজ ডেস্ক: কাছাড় জেলার অন্তর্গত কাটিগড়া থানাধীন গুমড়ায় সংঘটিত এক সড়ক দুৰ্ঘটনায় জনৈক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবককে কাটিগড়া থানা এলাকার দিগরখালের বাসিন্দা শিবম পাল বলে শনাক্ত করা হয়েছে।
ঘটনা রবিবার রাতে গুমড়ার পাইকান এলাকায় অসম-মেঘালয় ৬ নম্বর জাতীয় সড়কে সংঘটিত হয়েছে। রাত প্রায় সাতটা নাগাদ একটি পণ্যবাহী লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন শিবম। দুর্ঘটনার খবর পেয়ে অকুস্থলে ছুটে যায় গুমড়া ফাঁড়ির পুলিশ। পুলিশ ঘাতক লরিকে বাজেয়াপ্ত করে চালককে আটক করেছে বলে জানা গেছে।