নিউজ ডেস্ক: ভোগালি বিহুর উচ্ছ্বলতার মধ্যে টিয়কে সংঘটিত বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে দুই পরিবারের বসতঘর।
জানা গেছে, রবিবার রাতে যোরহাট জেলার অন্তর্গত টিয়কের ভগামুখ চিন্তামণিগড়ের রৌমইরা গ্রামের জনৈক তিলক বরার ধানের গোলায় আগুনের সূত্রপাত হয়। নিমেষের মধ্যে আগুনের লেলিহান শিখা তিলক বরার বসতঘরে ছড়িয়ে পড়ে। তিলক বরার ঘর থেকে আগুন গ্রাস করে কমলা বরার ঘরে। দাউ দাউ করে বিধ্বংসী আগুন ছড়িয়ে পড়ে দুই পরিবারের বসতঘরে।
ইত্যবসরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে টিয়ক এবং আমগুড়ি থেকে দুটি ইঞ্জিন নিয়ে অগ্নিনিৰ্বাপক বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। অগ্নিনির্বাপক বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার আগেই তিলক ও কমলা বরার বসতঘর সহ ধানের গোলা পুড়ে ছাই হয়ে গেছে।
এই অগ্নিকাণ্ডে প্ৰায় পাঁচ লক্ষাধিক টাকার ধান এবং বিভিন্ন সম্পত্তি ভস্মীভূত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিক আগুনের সূত্ৰপাত সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি।