নিউজ ডেস্ক: রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সোমবার শুভেন্দুবাবু এক্সবার্তায় লিখেছেন, “পশ্চিমবঙ্গের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী সাহেব অশোকনগরে সরকারি অনুষ্ঠানে উপস্থিত হয়ে হিন্দুদের জ্ঞান দিয়েছেন! তা মন্ত্রী মশাই আগের নিজের ঘরে নজর দিন। উদাহরণস্বরূপ রামনবমীর শোভাযাত্রায় পাথর ছোঁড়া, সদ্য দুর্গাপুজো কালীপুজোতে বাধা দান, মূর্তি ভাঙচুর, কিংবা ওপার বাংলায় ঘটে চলা হিন্দুদের ওপর ক্রমাগত অত্যাচার দেখার পরেও আপনার তরফ থেকে শান্তির বার্তা মেলেনি।
আপনি হয় তো জানেন না হিন্দু সনাতনীরা হিংসায় বিশ্বাস করে না, শান্তির বার্তা আমরা শুধু দেশের মাটিতে নয় বিদেশেও ছড়িয়ে এসেছি। তাই আগের নিজের ঘর সামলান পরে আসবেন ‘প্রবচন’ দিতে।”