নিউজ ডেস্ক: জম্মু ও কাশ্মীর অঞ্চলের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জোর দিয়ে বললেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেছেন, বর্তমানে এই অঞ্চল সন্ত্রাসবাদ থেকে পর্যটনের পথে এগিয়ে চলেছে। গত বছর যে সব জঙ্গি সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত হয়েছে তাদের ৬০ শতাংশই পাকিস্তানের।
দিল্লিতে সোমবার ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সাংবাদিক সম্মেলনে জেনারেল দ্বিবেদী বলেন, জম্মু ও কাশ্মীর অঞ্চলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আরও বলেছেন, দেশের উত্তর সীমান্তে পরিস্থিতি স্পর্শকাতর হলেও স্থিতিশীল। সেনাবাহিনী যে কোনও প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত। সীমান্ত এলাকায় একটি শক্তিশালী পরিকাঠামো নির্মাণ ভারতীয় সেনাবাহিনীর অগ্রাধিকার।