নিউজ ডেস্ক: মাত্র কয়েকদিন আগেই তিরুপতি মন্দিরে ভিড়ে পদপিষ্ট হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন আরও কয়েকজন। সেই ঘটনার দিনকয়েক যেতে না যেতেই এবার তিরুপতি মন্দিরে আগুন। সোমবার ভেঙ্কটেশ্বর মন্দিরের প্রসাদী লাড্ডু সরবরাহ কাউন্টারে আগুন লাগার ঘটনা ঘটে। যার ফলে পুণ্যার্থীদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়।
জানা গেছে, এদিন মন্দিরের প্রসাদী লাড্ডুর সরবরাহ কাউন্টারে আগুন লাগার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে পুণ্যার্থীদের মধ্যে। জানা যাচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লাগে প্রসাদের কাউন্টারে। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কোনও হতাহতের খবর নেই।