নিউজ ডেস্ক: গত ৩ জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে ইউজিসি-নেট পরীক্ষা। চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। কিন্তু পোঙ্গাল-সহ আরও কয়েকটি উৎসবের জন্য আগামী ১৫ জানুয়ারির পরীক্ষাটি পিছিয়ে দেওয়ার সিন্ধান্ত নেওয়া হয়েছে। এনটিএ ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানিয়েছে। পরীক্ষার নতুন দিন এখনও জানানো হয়নি।
ন্যাশনাল টেস্টিং এজেন্সি মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ১৫ জানুয়ারি, বুধবার যে পরীক্ষা হওয়ার কথা ছিল, তা পিছিয়ে দেওয়া হচ্ছে। তবে, ১৬ জানুয়ারির পরীক্ষা হবে। ১৫ তারিখের পরীক্ষা কবে হবে, তাও শীঘ্রই জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে এনটিএ।