নিউজ ডেস্ক: কনকনে ঠান্ডাকে উপেক্ষা করেই ভক্তদের ভিড় মহাকুম্ভের প্রয়াগরাজে। শীতকে উপেক্ষা করেই ভোর থেকে ত্রিবেণী সঙ্গমে অমৃত স্নান করছেন ভক্তরা। উত্তর প্রদেশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, সকাল দশটা পর্যন্ত পুণ্যস্নান করেছিলেন ১ কোটি ভক্ত, আর সাড়ে দশটা পর্যন্ত সেই সংখ্যা বেড়ে হয়েছে ১.৩৮ কোটি।
এখনও ক্রমশ ভিড় বাড়ছে। তাই বেলা বাড়লে এই সংখ্যা উত্তরোত্তর বাড়বে বলে মনে করা হচ্ছে। উত্তর প্রদেশ পুলিশের ডিজি প্রশান্ত কুমার জানিয়েছেন, সকাল ৭টায় বিভিন্ন আখড়ার সাধু-সহ প্রায় ৯৮ লক্ষ ২০ হাজার মানুষ গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদীর ত্রিবেণী সঙ্গমে ‘অমৃত স্নান’ করেন।