নিউজ ডেস্ক: মালদার কালিয়াচকে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক তৃণমূল কংগ্রেস কর্মীর। আহত তৃণমূলের অঞ্চল সভাপতি। মৃতের নাম হাসান শেখ। তিনি এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। মঙ্গলবার সকালে কালিয়াচকের নয়া বস্তি এলাকায় নিকাশি এবং রাস্তা উদ্বোধনের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে এসেছিলেন কালিয়াচক এক নম্বর ব্লকের নওদা যদুপুর এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ। অভিযোগ, সেই সময় আচমকাই কয়েক জন দুষ্কৃতী হামলা চালায় বকুলের উপর।
গুলিবিদ্ধ হয়ে রাস্তাতে পড়ে যান তিনি। আহত হন আরও কয়েক জন। ঘটনাস্থল থেকে বকুল এবং আরও এক তৃণমূল কর্মী এসারুদ্দিন শেখকে গুরুতর আহত অবস্থায় মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসা চলছে তাঁদের। হাসপাতাল সূত্রে খবর, দু’জনেরই অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যেই হাসান শেখের মৃত্যু হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।