নিউজ ডেস্ক: বাঘের আতঙ্কে নিদ্রাবিহীন রাত কাটাল মৈপীঠের গুড়গুড়িয়া ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের গড়েরচকের বাসিন্দারা। সোমবার বাঘের পায়ের ছাপ দেখা যায় লোকালয় সংলগ্ন জঙ্গলে। স্থানীয় বাসিন্দারা এরপর বন দফতর ও পুলিশকে খবর দেন। মৈপীঠের গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলের গড়েরচক এলাকায় নতুন করে বাঘের আতঙ্ক তৈরি হয়েছে ৷ আজমলমারির ১ নম্বর জঙ্গল থেকে মাকড়ি নদী পেরিয়ে লোকালয় সংলগ্ন জঙ্গলে বাঘ এসেছে বলে দাবি গ্রামবাসীদের ৷ বিষয়টি তারা ইতিমধ্যে জানিয়েছেন বন দফতর ও পুলিশকে ৷ খবর পেয়েই বন দফতরের লোকজন এসে জঙ্গল ঘেরার কাজ শুরু করেছেন৷
সোমবার সকালে এলাকার বাসিন্দারা নদীর পাড়ে গরু বাঁধতে গিয়ে বাঘের পায়ের ছাপ দেখতে পান ৷ এলাকার বাসিন্দা কনকলতা বৈদ্য আবেদন জানান, বাঘটিকে খাঁচা বন্দি করে যেন গভীর জঙ্গলে ফিরিয়ে দেওয়া হয় ৷ সোমবার রাতে তারা বাড়ি থেকে ভয়ে বের হতে পারেননি। কয়েকদিন আগেই এই এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা যাওয়ায় আতঙ্ক দেখা দিয়েছিল ৷ ফের নতুন করে বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়ায় নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে ৷ ইতিমধ্যে জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে ৷ প্রায় ১ কিলোমিটার জঙ্গল এলাকার তিনদিক জাল দিয়ে ঘিরে ফেলেছে বন দফতর।