নিউজ ডেস্ক: মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় চিকিৎসা পরিকাঠামো ও পরিষেবা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার কয়েকদিন পর মঙ্গলবার হাসপাতাল পরিদর্শনে যান তৃণমূল কংগ্রেসের সাংসদ জুন মালিয়া।
পরিদর্শন শেষে সাংসদ জুন মালিয়া বলেন, “এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমি চাই সাধারণ মানুষ সরকারি চিকিৎসা ব্যবস্থার উপর আস্থা হারাবেন না। এমন ঘটনা আমরা চাই না, তবে ঘটনার সঠিক তদন্ত হওয়া দরকার। যেহেতু আমি জনপ্রতিনিধি, তাই বিষয়টি লিখিত আকারে যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরব।”