নিউজ ডেস্ক: পাঁশকুড়ার মাইশোরা গ্রাম পঞ্চায়েতের শ্যামসুন্দরপুর পাটনা গ্রামে ১০৪ বছরের বৃদ্ধ দেবেন্দ্রনাথ আদকের মৃত্যুকে ঘিরে দেখা গেল এক বিরল দৃশ্য। বৃদ্ধের মৃত্যুতে শোকের বদলে উৎসবের আবহ তৈরি হয় তাঁর বাড়িতে। মঙ্গলবার সকালে পরিবারের সদস্য ও নাতিরা ব্যান্ডপার্টি ও নৃত্য সহযোগে শ্মশানযাত্রায় সামিল হন।
দীর্ঘ ১০৪ বছর ধরে সুস্থ-স্বাভাবিকভাবে বেঁচে থাকার পর তাঁর এই প্রয়াণকে পরিবারের লোকজন দুঃখের পরিবর্তে আনন্দের মাধ্যমেই স্মরণ করতে চান। তাঁদের মতে, বর্তমান যুগে যেখানে বহু মানুষ নানা রোগে আক্রান্ত হয়ে অল্প বয়সেই মৃত্যুর কোলে ঢলে পড়েন, সেখানে দেবেন্দ্রনাথ আদকের দীর্ঘায়ু তাঁদের কাছে গর্বের বিষয়।
স্থানীয় বাসিন্দারা জানান, পাঁশকুড়ার বুকে এমন নজিরবিহীন ঘটনা এই প্রথম। সাধারণত, কারও মৃত্যুকে কেন্দ্র করে শোক পালন করা হলেও দেবেন্দ্রনাথ আদকের দীর্ঘ জীবনের কারণে তাঁর পরিবার ও প্রতিবেশীরা আনন্দের সঙ্গে এই বিদায় অনুষ্ঠান পালন করেছেন। ব্যান্ডপার্টির সঙ্গে নেচে গেয়ে শ্মশানে পৌঁছে তাঁকে দাহ করা হয়।