নিউজ ডেস্ক: শিলিগুড়ির এক মহিলাকে ধর্ষণের অভিযোগে রাজগঞ্জ থানার সহকারী সাব-ইনস্পেক্টর (এ এস আই) পদে কর্মরত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, তদন্তের অছিলায় এক মহিলাকে রাজগঞ্জে ডেকে এনে ধর্ষণ করেন অভিযুক্ত পুলিশ আধিকারিক।
ঘটনার পরই অভিযোগের ভিত্তিতে ওই অভিযুক্ত পুলিশ আধিকারিককে ক্লোজ করে তদন্ত শুরু হয়। দীর্ঘ তদন্ত শেষে জলপাইগুড়ি জেলা পুলিশ মঙ্গলবার অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পেশ করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ সংগ্রহ করে আদালতে উপস্থাপন করা হয়েছে।
ঘটনার পর থেকে রাজগঞ্জ থানার অন্যান্য পুলিশকর্মীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে এবং এই ঘটনায় কোনওরকম গাফিলতি প্রমাণিত হলে আরও কড়া ব্যবস্থা নেওয়া হবে। মহিলার অভিযোগ ও ঘটনার তদন্তে বিশেষ টিম গঠন করে দ্রুততার সঙ্গে কাজ চালানো হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।