নিউজ ডেস্ক: বিজেপির ডাকা বাংলা বনধের দিনে অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের গাড়ি লক্ষ্য করে গুলি-বোমা ছোঁড়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। চার মাস পর সেই গুলি-বোমা কাণ্ডে এনআইএ-র জালে শাসকদলের এক কর্মী। ধৃতের নাম মহম্মদ আমিন ওরফে সোনু।
মঙ্গলবার ভোরে জগদ্দলের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা। সূত্রের খবর, ভাটপাড়ার এই ঘটনায় তৃণমূল কর্মী মহম্মদ আমিনকে আগেই নোটিশ দিয়েছিল এনআইএ। দু-তিন বার নোটিশ পাঠিয়ে তাঁকে হাজিরা দিতে বলা হলেও তাতে সাড়া দেননি তিনি। এরপরই তাঁকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেন এনআইএ-র তদন্তকারীরা।
আর জি কর-কাণ্ডে গত ২৮ অগস্ট বিজেপির ডাকা বাংলা বনধের দিন প্রিয়াঙ্কু পাণ্ডের গাড়ি লক্ষ্য করে গুলি-বোমা ছোড়ার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুলেটপ্রুফ গাড়ি থাকায় সেদিন অল্পের জন্য প্রাণে বেঁচে যান প্রিয়াঙ্কু। তবে, আহত হন তাঁর ঘনিষ্ঠ দু’জন। রবি সিং নামে এক বিজেপি নেতার কান ঘেঁষে গুলি ছুঁয়ে গিয়েছিল।
এই ঘটনাকে ঘিরে সরগরম হয়ে ওঠে ভাটপাড়া। এই ঘটনায় অর্জুন সিং সরাসরি অভিযোগের আঙুল তোলেন স্থানীয় তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের দিকে। তাঁর আশ্রিত দুষ্কৃতীরা প্রিয়াঙ্কুকে খুন করতেই সেদিন জগদ্দলের ঘোষপাড়া রোডে বোমা-গুলি নিয়ে জড়ো হয়েছিলেন বলে দাবি করেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। অর্জুনবাবুর অভিযোগ সেই সময় উড়িয়ে দিয়ে পাল্টা তাঁকে ‘নাটকবাজ’ বলে কটাক্ষ করেন সোমনাথবাবুও।