নিউজ ডেস্ক: মকর সংক্রান্তি উপলক্ষে অজয় নদের তীরে বহু পুণ্যার্থীর সমাগম হয়েছে। মঙ্গলবার ভোর রাত থেকেই শুরু হয়েছে পুণ্যযোগ স্নান, চিরাচরিত ঐতিহ্য মেনেই মাহেন্দ্র যোগে নদীতে পৌষ সংক্রান্তিতে ডুব দিয়েছেন বহু মানুষ। সব বয়সের মানুষের উপস্থিতি নজরে পড়েছে। বেলা গড়াতেই বেড়েছে মানুষের ঢল। পুণ্যার্থীদের সুরক্ষায় ১৬ টি ওয়াচ টাওয়ার রয়েছে। বীরভূম জেলার জয়দেব – কেন্দুলি মেলায় রাতভর অধিকাংশ আখড়ায় কীর্তন ও বাউল গানের আসর শেষেই ভোর থেকে অজয়ের ঘাটে ঘাটে শুরু হয় মকর স্নান। এই মেলার আকর্ষণ বাউল গানের আসর।
এদিকে, নদী ঘাটে তিনটি বিপর্যয় মোকাবিলা বাহিনীকে মোতায়েন করা হয়েছে। দূরদূরান্ত থেকে আগতদের জন্য ৮টি পার্কিং লট গড়েছে জেলা প্রশাসন। মেলার বাইরে ২৩ টি ড্রপ আউট গেট। অজয় নদে অবগাহনের পর রাধাবিনোদের সুপ্রাচীন মন্দিরে পুজো দেওয়ার পর্ব। অন্যদিকে, অজয় নদে এই সময়ে যেহেতু খরস্রোতা নয়, সেই কারণে মকরস্নানের জন্য ৬টি ঘাটে বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। এই মেলায় নিরাপত্তার জন্য ড্রোনের ব্যবহারও সুনিশ্চিত করা হয়েছে।