নিউজ ডেস্ক: আবগারি দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল ও দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে প্রবর্তন নির্দেশালয় (ইডি)। এ বিষয়ে মিলল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদন।
দিন কয়েক আগেই দিল্লির উপরাজ্যপাল (লেফটেন্যান্ট গভর্নর) ভি কে সাক্সেনা এ ব্যাপারে অনুমোদন দিয়েছিলেন। এ বার অমিত শাহের মন্ত্রকের তরফে ইডি সেই অনুমোদন পেল। ফলে বিধানসভা নির্বাচনের আগে বিপদ বাড়ল এএপি প্রধান ও সিসোদিয়ার। কেজরি ও সিসোদিয়ার বিরুদ্ধে শাহের মন্ত্রকের অনুমোদন প্রসঙ্গে এএপি-র মুখপাত্র প্রিয়াঙ্কা কক্কর বলেছেন, “দেশের ইতিহাসে এটি প্রথম এমন মামলা হবে যেখানে আপনি অরবিন্দ কেজরিওয়াল এবং মনীশ সিসোদিয়াকে জেলে পাঠিয়েছেন। উভয়কেই ট্রায়াল কোর্ট এমনকি সুপ্রিম কোর্ট থেকে জামিন দেওয়া হয়েছে।”