নিউজ ডেস্ক: লিভারপুলের বিরুদ্ধে প্রিমিয়ার লিগে আরেকটি দারুণ জয়ের সুযোগ হাতছাড়া করল নটিংহ্যাম ফরেস্ট। নিজেদের মাঠে মঙ্গলবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। উল্লেখ, দুই দলের প্রথম দেখায় গত সেপ্টেম্বরে ঘরের মাঠে ১-০ গোলে হেরেছিল লিভারপুল।
ম্যাচের শুরুতেই অর্থাৎ অষ্টম মিনিটে এগিয়ে যায় নটিংহ্যাম। অ্যান্থনি এলাঙ্গার থ্রু বল বক্সে পেয়ে নিচু শটে জাল খুঁজে নেন ক্রিস উড। এবারের লিগে উডের গোল হল ১৩টি। আর ৬৬ মিনিটে বদলি দিয়োগো জটা নামার পর ২২ সেকেন্ডের মধ্যেই সমতায় ফেরে লিভারপুল। এরপর বাকি সময়ে সালাহ, কোডি হাকপোর আক্রমণ চালিয়েও জয়সূচক গোলের দেখা পাইনি।
লিগে হঠাৎ করে যেন পথ হারিয়ে ফেলেছে লিভারপুল। পরপর দুই ম্যাচে পয়েন্ট হারাল তারা। তা সত্ত্বেও ২০ ম্যাচে ১৪ জয় ও ৫ ড্রয়ে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে দলটি। আর তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৪১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠল নটিংহ্যাম। ২০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে আর্সেনাল।