নিউজ ডেস্ক: ম্যানচেস্টার সিটির প্রাক্তন অধিনায়ক এবং ম্যানেজার টনি বুক সোমবার ৯০ বছর বয়সে মারা গেলেন, মঙ্গলবার প্রিমিয়ার লিগ ক্লাব জানান। বুক ১৯৬৬ সালে ৩১ বছর বয়সে ম্যানচেস্টার সিটিতে যোগদান করেন, পরের বছর অধিনায়ক হন এবং প্রথম বিভাগের শিরোপা, একটি এফএ কাপ, একটি লিগ কাপ এবং ইউরোপিয়ান কাপ, উইনার্স কাপ সহ ৫টি বড় ট্রফি জিততে সহায়তা করেন।
১৯৭৪ সালে অবসর নেওয়ার পর বুক ১৯৭৪ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত সিটিতে একটি বিশাল সফল ব্যবস্থাপনাগত স্পেল উপভোগ করেন। বুক তাঁর কেরিয়ার শুরু করেন ২১ বছর বয়সে ফ্রোম টাউনে। এরপর বাথ সিটি, টরন্টো সিটি এবং প্লাইমাউথ আর্গিলের হয়ে শেষ পর্যন্ত খেলেন সিটিতে। তাঁকে শ্রদ্ধা জানাতে ইতিহাদ স্টেডিয়াম এবং সিটি ফুটবল অ্যাকাডেমির পতাকা অর্ধনমিত করা হয়েছে।