নিউজ ডেস্ক: কনকনে ঠান্ডায় কাঁপছে রাজধানী দিল্লি, প্রবল শীতের মধ্যেই কুয়াশার দাপটও দিন দিন বাড়ছে। বৃহস্পতিবারও কুয়াশার চাদরে আচ্ছন্ন থাকল জাতীয় রাজধানী দিল্লি। কুয়াশার কারণে দিল্লিতে এদিন সকালে বিঘ্নিত হয়েছে ট্রেন পরিষেবা। নতুন দিল্লি রেল স্টেশন থেকে অনেক ট্রেন দেরিতে ছেড়েছে।
ভারতীয় রেল জানিয়েছে, দিল্লি এবং উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে ঘন কুয়াশার কারণে মোট ২৯টি ট্রেন দেরিতে চলাচল করেছে। এই ট্রেনগুলির মধ্যে রয়েছে পূর্বা এক্সপ্রেস, রাজধানী-হাওড়া এক্সপ্রেস, অযোধ্যা এক্সপ্রেস, লখনউ মেল প্রভৃতি। এদিকে, কনকনে ঠান্ডার মধ্যেই বৃহস্পতিবার ভোরে দিল্লির নানা অংশে হালকা বৃষ্টিও হয়েছে।