পৌষ সংক্রান্তিকে ঘিরেই গ্রামবাংলায় মেলে এক অন্য সংস্কৃতির ছবি। আজ বেঙ্গল ফ্যাক্টস এর টিম ঘুরতে ঘুরতে পৌঁছে গেছিল বাঁকুড়ার ইন্দাসের আদিবাসী অধ্যুষিত এক প্রত্যন্ত গ্রামে। সেই গ্রামেরই মারাং তথা মকর পরবের ছবি তুলে ধরছি আপনাদের সামনে। শুনে নেওয়া যাক তাদের মুখ থেকে মকর পরবের রীতিনীতি।