নিউজ ডেস্ক: অভিনেতা সইফ আলি খানের শরীরে ৬টি আঘাত লেগেছে, একটি আঘাত তাঁর মেরুদণ্ডের কাছে, বৃহস্পতিবার এমনটাই জানালো লীলাবতী হাসপাতাল। ইতিমধ্যেই অস্ত্রোপচারও হয়েছে।
বৃহস্পতিবার সকালে মুম্বই পুলিশ জানিয়েছে, বুধবার গভীর রাতে অজ্ঞাত পরিচয় একজন ব্যক্তি অভিনেতা সইফ আলি খানের বাসভবনে ঢুকে তাঁর বাড়ির পরিচারিকার সঙ্গে তর্কাতর্কি শুরু করে। অভিনেতা মধ্যস্থতা করে ওই ব্যক্তিকে শান্ত করার চেষ্টা করলে সেই ব্যক্তি সইফ আলি খানকে আক্রমণ করে এবং তাঁকে জখম করে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
মুম্বই পুলিশের ডিসিপি জোন ৯ দীক্ষিত গেদাম বলেছেন, অভিনেতা সইফ আলি খানের বাড়িতে অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঢুকে পড়ে। অভিনেতা ও ওই ব্যক্তির মধ্যে হাতাহাতি হয়। অভিনেতা আহত হয়েছেন। লীলাবতী হাসপাতাল ও রিসার্চ সেন্টারে ভর্তি রয়েছেন সইফ আলি খান।
সইফের ওপর হামলার তদন্তে বৃহস্পতিবার সকালে অভিনেতার বাড়িতে পৌঁছেছে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। অভিনেতা সইফ আলি খানের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে লীলাবতী হাসপাতালের সিওও ডাঃ নীরজ উত্তমানি বলেছেন, “সইফ আলি খানকে তাঁর বাড়িতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি আক্রমণ করেছিল। ৬টি ক্ষত রয়েছে অভিনেতার শরীরে, যার মধ্যে দু’টি ক্ষত গভীর এবং একটি তাঁর মেরুদণ্ডের কাছাকাছি। তিনি বর্তমানে ডাঃ নিতিন ডাঙ্গে, কনসালটেন্ট নিউরোসার্জন, ডাঃ লীনা জৈন, কনসালটেন্ট প্লাস্টিক সার্জন, ডাঃ নিশা গান্ধী, কনসালটেন্ট অ্যানেস্থেসিওলজিস্ট, ডাঃ কবিতা শ্রীনিবাস, ইনটেনসিভিস্ট, ডাঃ মনোজ দেশমুখ কনসালটেন্ট রেডিওলজিস্টের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। অস্ত্রোপচার শেষ হলেই বোঝা যাবে আঘাতের পরিমাণ।