নিউজ ডেস্ক: মুর্শিদাবাদের ভরতপুর থানা এলাকা থেকে সাতটি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে ভরতপুর গীতগ্রাম ক্যানেলের ধারে শেরপুর গ্রামের কাছে একটি কালভার্টের নিচ থেকে দু’টি তাজা বোমা উদ্ধার হয়।
এরপর সরডাঙ্গা গ্রামের অপর একটি কালভার্টের নিচে থেকে পাঁচটি বোমা উদ্ধার হয়েছে। পুলিশ জায়গা দু’টিকে ঘিরে রেখেছে। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে।