নিউজ ডেস্ক: যোধপুরে শিব গ্রামে একটি বোলেরো গাড়ির চালক সামনে থেকে আসা একটি সুইফ্ট গাড়িকে ধাক্কা দেয়। সুইফ্ট গাড়িটি তখন নিয়ন্ত্রণহীন হয়ে একটি গাছে ধাক্কা মারে। দুর্ঘটনায় গাড়িতে থাকা দুইজন গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়।
এক পুলিশ আধিকারিক জানান, শিব গ্রামের কাছে গায়ত্রী মোড়ের কাছে সামনে থেকে আসা একটি বোলেরোর চালক সুইফ্ট গাড়িকে ধাক্কা দেয়। এতে গাড়িটি নিয়ন্ত্রণহীন হয়ে একটি গাছে ধাক্কা মারে। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে পথেই একজনের মৃত্যু হয়। তদন্ত শুরু করেছে পুলিশ।