নিউজ ডেস্ক: রাজ্যের স্বাস্থ্য দফতরের বিশেষ সিনিয়র সচিব চৈতালি চক্রবর্তীকে সরিয়ে দেওয়া হল। ওষুধ সংক্রান্ত বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে শুভাঞ্জন দাসকে।
ঘটনাচক্রে, স্যালাইন-কাণ্ড নিয়ে আন্দোলনে নেমে বুধবার স্বাস্থ্য ভবনে বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়ে গিয়ে চৈতালির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি পরিষদীয় দলের দাবি, শুভেন্দুবাবুর কোনও প্রশ্নের সদুত্তর দিতে পারেননি তিনি। সেই কারণেই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে।
প্রশাসনিক মহলের একাংশের দাবি, বিরোধী দলের ওই দাবির কোনও যৌক্তিকতা নেই। বুধবার রাতেই ওই সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে স্বাস্থ্য ভবন। সেই সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছিল আগেই। নবান্নের শীর্ষ আধিকারিকদের নির্দেশ পেয়েই রদবদলের প্রক্রিয়া শুরু করে দিয়েছিল স্বাস্থ্য ভবন।
প্রসঙ্গত, স্যালাইন-কাণ্ড নিয়ে শোরগোল ওঠার পরে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের বৈঠক হয়। স্বাস্থ্য দফতরের একটি সূত্রের দাবি, ওই বৈঠকে মুখ্যসচিবের ভর্ৎসনার মুখে পড়তে হয় স্বাস্থ্যসচিবকে।
মুখ্যমন্ত্রী নিজে ওই বৈঠকে উপস্থিত না থাকলেও তিনি যে ওই ঘটনায় স্বাস্থ্য ভবনের কাজে ‘অসন্তুষ্ট’, তা স্বাস্থ্যসচিবকে বুঝিয়ে দেন মুখ্যসচিব। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, ওই বৈঠকেই চৈতালিকে সরিয়ে শুভাঞ্জনবাবুকে দায়িত্বে আনার বিষয়টি ঠিক হয়ে যায়। চৈতালির অপসারণের খবরটি বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে।