নিউজ ডেস্ক: অভিনেতা সইফ আলি খানের ওপর হামলা ও মুম্বইয়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (এএপি)–র প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এএপি প্রধান দাবি করেছেন, ডাবল ইঞ্জিন সরকার মানুষের নিরাপত্তা দিতে অক্ষম। বৃহস্পতিবার কেজরিওয়াল বলেন, “আমরা মর্মান্তিক খবর পেয়েছি, সইফ আলি খানকে অজ্ঞাত ব্যক্তিরা ছুরিকাঘাত করেছে। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। আমি প্রার্থনা করছি, তিনি যেন শীঘ্রই সুস্থ হয়ে ওঠেন। তবে এটি উদ্বেগের বিষয় যে এত বড় অভিনেতা যিনি এত নিরাপদ জায়গায় থাকেন তাঁর বাড়িতে এইভাবে আক্রমণ করা হল, এটি রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের দিকে প্রশ্ন তোলে। এর আগে সলমন খানের ওপর হামলা হয়েছিল, বাবা সিদ্দিকীকে হত্যা করা হয়েছে। সরকার যদি এত বড় সেলিব্রেটিদের নিরাপত্তা দিতে না পারে তাহলে সাধারণ মানুষের কী হবে?… প্রতিদিন তারা (বিজেপি) বলে যে তারা ভারত-বাংলাদেশ সীমান্ত রক্ষা করতে পারছে না। যদি তারা তা করতে না পারে, তাহলে তাদের পদত্যাগ করা উচিত… ডাবল ইঞ্জিন সরকার না পারে সুশাসন দিতে, না পারে জনগণকে নিরাপত্তা দিতে।””