নিউজ ডেস্ক: ব্রাউন সুগার সহ তিন নেশা কারবারিকে গ্রেফতার করল পূর্ব আগরতলা থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হল নেশা সামগ্রী চোরা কারবারে ব্যবহৃত অটোরিকশা। ধৃতদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা গিয়েছে, অটোরিকশা নিয়ে যাত্রী সেজে মিঠুন রায়, বিবেক রায় ও রাজীব বিশ্বাস গত কয়েকদিন যাবৎ রাজধানী আগরতলা শহরের বিভিন্ন স্কুল ও কলেজের আশেপাশে নেশা সামগ্রী বিক্রি করার উদ্দেশ্যে ঘুরাফেরা করতে থাকে। গোপন সূত্রের মারফত খবর পৌঁছায় পূর্ব আগরতলা থানার পুলিশের কাছে। তারপর পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি কলেজটিলা ফাঁড়ির পুলিশের সহযোগিতায় ওই তিন নেশা কারবারিকে কলেজটিলা এলাকা থেকে আটক করে।
সদরের এসডিপিও দেবপ্রসাদ রায় জানান, গত কয়েকদিন রাজধানীর বিভিন্ন স্কুল ও কলেজের আশেপাশে নেশা সামগ্রী পাচার ও বিক্রয় করার উদ্দেশ্যে ঘুরাফেরা করতে থাকে মিঠুন রায়, বিবেক রায় ও রাজীব বিশ্বাস। পুলিশ তাদের জালে তুলতে সক্ষম হয়েছে এবং তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ও নেশা সামগ্রী উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।