নিউজ ডেস্ক: যাত্রী সুরক্ষা ও স্বাচ্ছন্দ্য বজায় রাখতে চিনা ডালিয়ান রেকের সংখ্যা বাড়তে চলেছে। বৃহস্পতিবার মেট্রো রেল সূত্রে এমনটাই জানা গিয়েছে। বর্তমানে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে তিনটি ডালিয়ান রেক চলাচল করছে। এই সংখ্যাটি বাড়িয়ে পাঁচ করা হবে। মেট্রো রেল কর্তৃপক্ষের আশা, চলতি বছরের মাঝামাঝি সময়ে এই রুটে মোট পাঁচটি ডালিয়ান রেক যাত্রী পরিষেবা দিতে সক্ষম হবে।
উল্লেখ্য, পৌষ সংক্রান্তির দিনে চিন থেকে কলকাতা মেট্রোর জন্য এসেছে আরও দু’টি নতুন ডালিয়ান মেট্রো রেক। এই রেকগুলি আগামী কয়েক মাসের মধ্যেই যাত্রী পরিষেবায় নামানো হবে বলে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে।
প্রসঙ্গত, চিনা ডালিয়ান রেকগুলি আধুনিক প্রযুক্তি এবং আরামদায়ক পরিষেবার জন্য বিশেষভাবে পরিচিত। এগুলির সংযোজনের ফলে দক্ষিণেশ্বর রুটের যাত্রীদের আরও উন্নত পরিষেবা মিলবে বলে আশা করা হচ্ছে। মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, নতুন রেকগুলি পরীক্ষার পর যাত্রী পরিষেবায় অন্তর্ভুক্ত করা হবে।