নিউজ ডেস্ক: আসামির হামলায় গুলিবিদ্ধ দুই পুলিশ কর্মীর সঙ্গে দেখা করতে বৃহস্পতিবার সকালে নার্সিংহোমে পৌঁছন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ আদালত থেকে তিন আসামিকে রায়গঞ্জ জেলে ফিরিয়ে নিয়ে যাওয়ার পথে গোয়ালপোখরের পাঞ্জিপাড়া এলাকায় পুলিশের ওপর হামলা চালায় আসামি সাজ্জাক। আচমকা আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালিয়ে সে দুই পুলিশ কর্মী নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্যকে গুলিবিদ্ধ করে।
আহত দুই পুলিশ কর্মীকে প্রথমে ইসলামপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়।
এই চাঞ্চল্যকর ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের তরফে দোষীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেওয়া হয়েছে।