নিউজ ডেস্ক: বৃহস্পতিবার বীরভূমের নানুর থানার অন্তর্গত থুপসারা অঞ্চলের তাখোরা গ্রামের মাঠপাড়ায় তল্লাশি চালিয়ে একটি পরিত্যক্ত জায়গার ঝোপ থেকে তাজা বোমা উদ্ধার করল পুলিশ। একটি ড্রামের মধ্যে তা মজুত ছিল বলে জানা যাচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, কে বা কারা এবং কী উদ্দেশ্যে এই বোমাগুলি মজুত করেছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। এলাকায় এই নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। বোমাগুলিকে নিষ্ক্রিয় করতে বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়।