নিউজ ডেস্ক: মালদার মানিকচকের মথুরাপুর সেখপুরা এলাকায় রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন এক গৃহবধূ। নিখোঁজের ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। নিখোঁজ গৃহবধূর পরিবারের অভিযোগের ভিত্তিতে মানিকচক থানায় মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার পরিবার সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে ওই গৃহবধূর বিয়ে হয়েছিল মানিকচকের লক্ষ্মীপুর মোহনা এলাকার এক ব্যক্তির সঙ্গে। তাঁদের এক কন্যাসন্তানও রয়েছে। গত ৬ জানুয়ারি থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার নিখোঁজ গৃহবধূর বাবা শেখ নাসিরুউদ্দিন মানিকচক থানায় অভিযোগ দায়ের করে জানান, মেয়ের কোনও খোঁজ না পাওয়ায় তাঁরা অত্যন্ত অসহায় অবস্থায় রয়েছেন।