নিউজ ডেস্ক: মিজোরামের ২৫-তম রাজ্যপাল পদে শপথ নিলেন জেনারেল পিভিএসএম, এভিএসএম, ওয়াইএসএম (অবসরপ্রাপ্ত) ড. বিজয়কুমার সিং। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় রাজভবনের সার্কুলার লন-এ নয়া রাজ্যপাল ড. ভিকে সিংকে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করিয়েছেন গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি বিজয় বিষ্ণোই।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রথম মহিলা ভারতী সিং, মুখ্যমন্ত্রী লালদুহোমা ও তাঁর স্ত্রী, রাজ্য মন্ত্রিসভার সদসবৃন্দ, বিধানসভার অধ্যক্ষ পি লালবিয়াকজামা, ডেপুটি স্পিকার লালফামকিমা, গৃহমন্ত্রী কে সাপডাঙ্গা সহ অন্য মন্ত্রীগণ, সাংসদ, মুখ্যসচিব খিল্লিরাম মীনা, ডিজিপি পি অনিল শুক্লা, রাজভবন ও রাজ্যের সাধারণ এবং পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকগণ, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সামাজিক সংস্থার প্রতিনিধিবৃন্দ সহ বিশেষ আমন্ত্রিতগণ। এছাড়া ছিলেন মিজোরামের দুই প্ৰাক্তন মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা এবং লাল থানহাওলা।
প্রসঙ্গত প্রাক্তন সেনাপ্রধান তথা প্ৰাক্তন কেন্দ্ৰীয় মন্ত্ৰী বিজয়কুমার সিংকে গত বছরের (২০২৪ সাল) ২৪ ডিসেম্বর মিজোরামের রাজ্যপাল হিসেবে নিযুক্তি দিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বিদায়ী রাজ্যপাল হরি বাবু কামহামপতির স্থলাভিষিক্ত হয়েছেন। হরি বাবু ওড়িশার রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছেন।
১৯৫১ সালের ১০ মে পুনের সামরিক হাসপাতালে জন্মগ্রহণ করেন জেনারেল (অব) বিজয়কুমার সিং। তাঁর বাবা জগৎ সিং ও মা কৃষ্ণা কুমারী মূলত হরিয়ানার ভিওয়ানি জেলার বাপোরা গ্রামের বাসিন্দা, রাজপুত তোমার (তানওয়ার) বংশদ্ভূত। তাঁর বাবা, দাদু, মাতামহ সহ অন্য ভাইরা ভারতীয় সেনা বাহিনীর বিভিন্ন পদে চাকরি করেছেন।
২৪-তম সেনাপ্রধান হিসাবে ২০১০ থেকে ২০১২ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন জেনারেল ভিকে সিং। সামরিক বাহিনী থেকে অবসর নেওয়ার পর ২০১৪ সালে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে ওই সালে (২০১৪) এবং ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ আসন থেকে সাংসদ নির্বাচিত হন।
নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন প্রথম মেয়াদের সরকারে তিনি পররাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী, উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক (ডোনার)-এর প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব) এবং পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন দফতরের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। মোদীর দ্বিতীয় মেয়াদের সরকারে সড়ক পরিবহণ ও মহাসড়ক এবং অসামরিক বিমান পরিবহণের প্রতিমন্ত্রী ছিলেন জেনারেল (অব) ভিকে সিং।
উল্লেখ্য, গতকাল দিল্লি থেকে আইজলে আসার পথে জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. বিজয়কুমার সিং ও তাঁর সহধর্মিনী ভারতী সিং গুয়াহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত কামাখ্যা মন্দিরে গিয়ে মায়ের আশিস চেয়ে পুজো দিয়েছেন। গতকালই গুয়াহাটি থেকে বিকালে আইজল এসে পৌঁছেন তাঁরা। লেংপুই বিমানবন্দরে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান মুখ্যমন্ত্রী লালডুহোমা ও তাঁর স্ত্রী, স্পিকার পু লালবিয়াকজামা, গৃহমন্ত্রী কে সাপডাঙ্গা, মুখ্যসচিব খিল্লিরাম মীনা, ডিজিপি পি অনিল শুক্লা সহ বিশিষ্টজনেরা।
সন্ধ্যায় (বুধবার) রাজভবনে একটি সংবর্ধনা তথা উষ্ণ অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অভ্যর্থনা অনুষ্ঠানে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী লালরিনপুই, গ্রামোন্নয়ন মন্ত্রী অধ্যাপক লালনিলাউমা, ক্রীড়া মন্ত্রী লালনহিঙ্গলোভা মার সহ প্রায় সব মন্ত্রী। বিমনাবন্দর এবং রাজভবনে ড. বিজয়কুমার সিংকে গাৰ্ড অব অনার দেওয়া হয়েছে।