নিউজ ডেস্ক: প্রবল ঠান্ডা, একইসঙ্গে ঘন কুয়াশার দাপট। এই দুইয়ের প্রভাবে জনজীবন কার্যত বিপর্যস্ত মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। অত্যধিক ঠান্ডার জন্য স্কুল বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি হৃদরোগ ও হাঁপানির রোগী বেড়ে যাওয়ায় স্বাস্থ্য বিভাগ একটি সতর্কতা জারি করেছে। গোয়ালিয়রে ঘন কুয়াশা ও প্রবল ঠান্ডা অব্যাহত রয়েছে, কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় চরম সমস্যার মুখোমুখি হচ্ছেন গাড়ির চালকরা।
একই রকম অবস্থা মধ্যপ্রদেশের বেতুলেও। সেখানে তাপমাত্রা ৭-৮ ডিগ্রিতে নেমে এসেছে, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা ৫০-৬০ মিটার কমে গিয়েছে এবং ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কুয়াশা এতটাই বেশি যে গাড়ি চালানোর সময় গাড়ির চালকরা ব্যবহার করছেন ফগ ল্যাম্প।