নিউজ ডেস্ক: রাজধানী দিল্লিতে চলছে প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি। কনকনে ঠান্ডাকে উপেক্ষা করেই প্রতিদিন সকালে দিল্লির কর্তব্যপথে অনুশীলন ও মহড়া চলছে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের। শুক্রবার সকালে আরপিএফ-এর মহাপরিচালক মনোজ যাদব কার্তব্যপথে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া পরিদর্শন করেছেন।
পরে তিনি বলেছেন, “প্রজাতন্ত্র দিবসে কর্তব্যপথে কুচকাওয়াজ করবে এমন আরপিএফ ইউনিটকে দেখতে আমি আজ সকালে এসেছি। তাঁদের উৎসাহ দিতে এখানে এসেছি। আরপিএফ প্যারেডে এই প্রথমবার, কমান্ডাররা হলেন মহিলা এবং সমগ্র পুরুষ ইউনিট তাঁদের অনুসরণ করবে।”