সোশ্যাল মিডিয়ায় দুটি চিত্র পোস্ট করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চিত্রে দুটো বাড়িই হেলানো অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। যার মধ্যে টাওয়ার অফ পিসা, ইটালির নামকরা একটি স্থাপত্য। আর অন্য বাড়িটি কলকাতার বাঘাযতীনের। বেআইনিভাবে নির্মাণের কারণে বাড়িটির একাংশ ভেঙে এভাবে হেলে গিয়েছে। যার নাম দেওয়া হয়েছে টাওয়ার অফ পিসি। শুভেন্দুর এই সৃষ্টিশীলতায় নেট পাড়াতে হাসির গুঞ্জন।