নিউজ ডেস্ক: মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত নারায়ণপুর গ্রামে রেল লাইনের ধারে জলাশয় থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকালে হরিশ্চন্দ্রপুর রেলস্টেশন সংলগ্ন সামুখা রেলগেটের পূর্ব দিকে একটি জলাশয়ে মৃতদেহটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে এটি খুন নাকি আত্মহত্যা তা স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং মনে করা হচ্ছে, মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত হলে মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। এই ঘটনা নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চালাচ্ছে।