নিউজ ডেস্ক: বীরভূম জেলার কাঁকরতলা এলাকায় একটি পরিত্যক্ত ইসিএল কোয়ার্টার থেকে বৃহস্পতিবার রাতে ৫টি তাজা সকেট বোমা উদ্ধার করে চাঞ্চল্য ছড়িয়েছে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে কাঁকরতলা থানার ওসি পূর্ণেন্দু বিকাশ দাসের নেতৃত্বে পুলিশ বিশেষ অভিযান চালায়। অভিযানে কাঁকরতলা থানার সাহাপুর গ্রামের কাছে পরিত্যক্ত কোয়ার্টার থেকে বোমাগুলি উদ্ধার করা হয়। ঘটনাটি বৃহস্পতিবার রাত প্রায় এগারোটার সময় ঘটে। উদ্ধার হওয়া সকেট বোমাগুলিকে পুলিশ সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে গেছে। ঘটনাস্থল বর্তমানে কাঁকরতলা থানার পুলিশ ঘিরে রেখেছে এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। উদ্ধার হওয়া বোমাগুলি কোথা থেকে এসেছে এবং কারা এর সঙ্গে জড়িত তা জানার চেষ্টা চলছে। ঘটনাটি এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।