নিউজ ডেস্ক: ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমে যাওয়ায় ভোগান্তি পূর্ব বর্ধমান জেলার কালনায়। অতি ঘন কুয়াশার কারণে শুক্রবার সকালে কালনায় ভাগীরথী নদীর ওপর কালনা-শান্তিপুর ফেরিঘাটে বন্ধ করা হয়েছে ফেরি পরিষেবা। ঘন কুয়াশার কারণে এদিন সকাল ছ’টা থেকে পারাপার বন্ধ ছিল। ফলে নদীর উভয় দিকেই বহু যাত্রী আটকে পড়েন।
নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছতে না পেরে অনেকেই দুর্ভোগে পড়েছেন। তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যায়। স্বাভাবিক হয় ফেরি পরিষেবা। উল্লেখ্য, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় আগামী কয়েকদিন ঘন কুয়াশা থাকতে পারে।