নিউজ ডেস্ক: জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার সকালে মালদা সফরে এলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। মালদায় পৌঁছানোর পর তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। জেলা পুলিশ সুপারের দফতরের শীর্ষ পুলিশ আধিকারিকদের সঙ্গে তার একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সম্প্রতি তৃণমূল নেতা দুলাল সরকারের নৃশংস খুনের ঘটনা এবং এরপর তৃণমূল কর্মী খুন ও অঞ্চল সভাপতির ওপর হামলার পরিপ্রেক্ষিতে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন এবং পরিস্থিতি সামাল দিতে কী পদক্ষেপ নেওয়া উচিত, তা নিয়ে পুলিশ কর্তাদের পরামর্শ দেন। এই বৈঠকের মাধ্যমে জেলার আইনশৃঙ্খলা পুনরুদ্ধার এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে।