নিউজ ডেস্ক: বৃহস্পতিবার রাতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও বাগডোগরা থানার পুলিশ যৌথ অভিযানে প্রায় কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার করে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার বাগডোগরা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় দুই মহিলার সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করে তাদের আটক করা হয়। তল্লাশিতে ধৃত মহিলাদের কাছ থেকে ৯০২ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। ধৃত মহিলাদের নাম শাহীনা বেগম এবং গুলাবসানা খাতুন। উভয়েই মাটিগাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া ব্রাউন সুগার মালদা থেকে শিলিগুড়িতে পাচার করার পরিকল্পনা ছিল। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। শুক্রবার ধৃত দুই মহিলাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। ঘটনার তদন্তে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং বাগডোগরা থানার পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে।