নিউজ ডেস্ক: দেখতে দেখতে একদিন অতিক্রান্ত, অভিনেতা সইফ আলি খানের ওপর প্রাণঘাতী হামলার প্রধান অভিযুক্ত এখনও অধরাই। অভিযুক্তকে শেষবার দেখা গিয়েছিল, বান্দ্রা রেল স্টেশনের কাছে, এমনটাই জানিয়েছে মুম্বই পুলিশ।
পুলিশের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়েছে, অভিযুক্তকে শেষবার দেখা গিয়েছিল বান্দ্রা রেল স্টেশনের কাছে। পুলিশের ধারণা, ঘটনার পর সন্দেহভাজন ব্যক্তি সকালের প্রথম লোকাল ট্রেন ধরে ভাসাই-ভিরার দিকে চলে গিয়েছে। মুম্বই পুলিশের দল ভাসাই, নাল্লাসোপারা এবং ভিরার এলাকায় তল্লাশি চালাচ্ছে। এদিকে, শুক্রবারই এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য বান্দ্রা থানায় নিয়ে আসে পুলিশ।