নিউজ ডেস্ক: ওড়িশার সুন্দরগড় জেলার রাজগাংপুরে সিমেন্ট কারখানার একাংশ ভেঙে ভয়াবহ দুর্ঘটনা। কারখানার ভিতরে থাকা একটি লোহার কাঠামো ভেঙে একাধিক শ্রমিকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ৬৪ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে, এখনও ৩ জন শ্রমিক নীচে আটকে রয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যার পরে এই দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনার পরেই দ্রুত পুলিশে খবর দেওয়া হয়। পুলিশের সঙ্গে এসে হাজির হয় দমকল ও উদ্ধারকারী দলও। রাতেও আর্থমুভার এবং অন্য মেশিন দিয়ে ধ্বংসাবশেষ সরানোর কাজ চলেছে। দুর্ঘটনা ঘটার সময় ওই জায়গায় প্রায় ১২জন শ্রমিক কাজ করছিলেন বলে জানা গিয়েছে। ফলে মৃত্যুর আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত ক্রেন দিয়ে ভেঙে পড়া লোহার কাঠামো উদ্ধারের চেষ্টা করা হলেও, তা সফল হয়নি। রাত পর্যন্ত কোনও মৃতদেহ উদ্ধার না হলেও, একাধিক শ্রমিকের মৃত্যুর আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না পুলিশও। কিছু শ্রমিক ধ্বংসস্তূপের ভিতরে আটকে থাকতে পারে বলেও মনে করা হচ্ছে।